40 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের ৯ শহরে ইন্টারনেট বন্ধ করলো জান্তা সরকার

মিয়ানমারের ৯ শহরে ইন্টারনেট বন্ধ করলো জান্তা সরকার

মিয়ানমারের ৯ শহরে ইন্টারনেট বন্ধ করলো জান্তা সরকার

বিএনএ, বিশ্ব ডেস্ক: মিয়ানমারের উত্তর পশ্চিঞ্চলীয় ৯ শহরে নতুন করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। সরকার বিরোধী তুমুল আন্দোলন দমাতে গত বৃহস্পতিবার হতে চিন স্টেট ও মগি অঞ্চলের এই উপ শহরগুলোর ইন্টারনেট ও ওয়াইফাই সার্ভিস বন্ধ করা হয়েছে। ফলে ওই সব এলাকার খবরাখবর পেতে খুব বাধার সম্মুখিন হতে হচ্ছে সরকার বিরোধীদের। সূত্র: মিয়ানমার নাও।

গত ১৮সেপ্টেম্বর হতে চিনল্যান্ড ডিফেন্স ফোর্স(সিডিএফ) ও সরকারি সৈন্যদের মধ্যে মিন্দাত এলাকায় দফায় দফায় সংঘর্ষ ঘটেছে।জান্তা সৈন্যরা সেখানে অনেক বাড়িতে অগ্নিসংযোগ করেছে। থান্টল্যাং এলাকায় একজন খ্রীষ্টার পাদ্রী ঘর থেকে বের হবার চেষ্ঠা করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

মিয়ানমারের আরাকানে (রাখাইন স্টেটে) ২০১৯সালের পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।মান্দালা শহরেও একই অবস্থা।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ