36 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, জরিমানা ১ লাখ টাকা

কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, জরিমানা ১ লাখ টাকা


বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বসিয়ে ঝুঁকিপূর্ণ গ্যাস বিক্রির একটি স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আজিজুল হক নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২০ জুন) দুপুরে সাতকানিয়া-বান্দরবান সড়কের মা ও শিশু হাসপাতালের পাশ্ববর্তী স্টেশনে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা।

ব্যবহৃত সিলিন্ডারভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করে ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা বলেন, কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির কোন নিয়ম নেই। তবুও অবৈধভাবে তারা সিলিন্ডার ভরে কাভার্ডভ্যানে করে  গ্যাস বিক্রি করছিলো। অভিযোগ পেয়ে ১ লাখ টাকা জরিমানা এবং গ্যাস বিক্রিতে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য স্থানে গ্যাস বিক্রির জন্য কাভার্ডভ্যান, টং ঘর সব নিজ দায়িত্বে অতিদ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে।

বিএনএনিউজ/সৈয়দ মাহফুজ-উননবী খোকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ