36 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় একজনের মৃত্যু; শনাক্তের হার ১০ শতাংশের উপরে

করোনায় একজনের মৃত্যু; শনাক্তের হার ১০ শতাংশের উপরে

করোনায় মৃত্যু

বিএনএ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনার ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। এসময়ে মৃত্যু হয়েছে একজনের।

সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। বলা হয়, নমুনা পরীক্ষায় দেশে আরও ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ