34 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মার পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে ফরিদপুরের নিম্নাঞ্চল

পদ্মার পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে ফরিদপুরের নিম্নাঞ্চল

পদ্মার পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে ফরিদপুরের নিম্নাঞ্চল

বিএনএ ডেস্ক :  ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে ফরিদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।গত ২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। জেলার পদ্মা, মধুমতি, আড়িয়াল খা ও কুমার নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলে ঢুকছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ফরিদপুরের বিপৎসীমার লেভেল ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭.৫২ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রোববার (১৯ জুন) সকাল পর্যন্ত শূন্য দশমিক ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা স্বাভাবিক গতি।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় গণমাধ্যমকে জানান,ত্রাণ বিতরণের মতো বন্যা এখনও হয়নি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ফরিদপুরের ৯টি উপজেলার ইউএনওকে ৭ টন করে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আমাদের ১৫০ টনের অধিক ত্রাণ মজুদ রয়েছে। আশা করি বন্যা মোকাবেলায় তেমন কোনো সমস্যা হবে না।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ