30 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর বক্তব্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর বক্তব্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর বক্তব্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক: ‘পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া উচিত’। বুধবার প্রধানমন্ত্রীর এ বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হত্যার’ হুমকি ছিল’  বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে কর্মী সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বলেন, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন; তিনি যেভাবেই আসুন না কেন। তিনি যে এভাবে এত অশালীন কথা বলতে পারেন এবং এভাবে এত অরাজনৈতিক কথা বলতে পারেন, এটা ধারণার বাইরে ছিলো।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা দীর্ঘকাল রাজনীতি করি, আমরা কল্পনাও করতে পারি না যে একটা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তিনি এই ধরনের অরাজনৈতিক, অশালীন ও একজন বিরোধীদলীয় রাজনীতিককে এভাবে হুমকি দিয়ে কথা বলতে পারেন।’

নোবেলজয়ী ড. ইউনূসের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি ড. ইউনূসকে বলেছেন দুবার চুবিয়ে চুবিয়ে তুলে নিতে। ভাবা যায় না, চিন্তা করা যায় না, কোন মানসিকতা নিয়ে…। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে পুরোপুরি দ্বন্দ্ব-সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তোমরা হাজার হাজার কোটি টাকা লুট করবা আর এর দায়ভার কেন জনগণ বহন করবে?’

দেশে চার মাসের রিজার্ভ রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অর্থনীতি ধ্বংসের পথে। ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। টাকার মান কমে যাচ্ছে। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব নিয়ে মাথাব্যথা নেই সরকারের।’ সংসদ ভেঙে দেওয়ার ও নিরপেক্ষ সরকার গঠন করে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ