27 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয় : রেজাউল

গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয় : রেজাউল

গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয় - রেজাউল

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি অশান্তির পার্টি মিথ্যে ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয়, নির্বাচন চায় না তারা। বার বার তারা নির্বাচনে প্রার্থী হয়েও জনগণ দ্বারা প্রত্যানখ্যামত হয়ে নানা অজুহাত তুলে সরে গিয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করেছে। মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ।

সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে পশ্চিম বাকলিয়া, উত্তর ও দক্ষিণ পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, মেয়র নির্বাচিত হলে আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ্য কর নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।

নগরীর উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে বিভিন্ন দল মতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যেবসায়ী সংগঠনগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য আওয়ামী লীগেকে, আমাকে, নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ১৮ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, ২৮ নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, মহিলা কাউন্সিলর প্রার্থী জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী ও জিন্নাত আরা বেগমসহ আরো অনেকে গণসংযোগে অংশ নেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ