Bnanews24.com
Home » টেলিটকের নতুন এমডি হাবিবুর রহমান
সব খবর

টেলিটকের নতুন এমডি হাবিবুর রহমান

বিএনএ, ঢাকা : বাংলাদেশ টেলিটক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাবুদ্দিনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব এসএম তারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বদলি করা হয়।

বিজ্ঞপ্তির মতে, বাংলাদেশ টেলিটক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ণ করা হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমানকে। বদলিকৃত বাংলাদেশ টেলিটক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাবুদ্দিনকে বর্তমানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শূন্য হওয়ায় আগামী কয়েক দিনের জন্য সাহাবুদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।