30 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » এক সপ্তাহ পর স্বাভাবিক হবে তাপমাত্রা

এক সপ্তাহ পর স্বাভাবিক হবে তাপমাত্রা

দিনের বেলায় দাবদাহ আরও বাড়তে পারে

বিএনএ ডেস্ক: সপ্তাহের শুরুতে দেশের তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। দুই-এক দিনের মধ্যে তাপমাত্রা আরও স্বাভাবিক হয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে মঙ্গলবার (৩০ মার্চ) নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এই অবস্থায় সোমবার (২৯ মার্চ) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া,ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু  এলাকায় তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

এছাড়া, মঙ্গলবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত পাঁচদিনে উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই। কালবৈশাখী ঝড়ের কিংবা নদী বা সমুদ্রবন্দরে কোনো সতর্কতা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ