31 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আরও ৫০ পয়সা কমলো টাকার মান

আরও ৫০ পয়সা কমলো টাকার মান

রেমিট্যান্সের ডলার ১০৮

বিএনএ ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান কমেছে আরও ৫০ পয়সা। আমদানি বেড়ে যাওয়ার পাশাপাশি প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে মার্কিন ডলারের চরম সংকট সৃষ্টি হয়েছে। ফলে বেড়েই চলেছে ডলারের দাম।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে। সোমবারও ডলারের রেট ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।

গত মাসের শুরুর দিকে ডলারের দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। সে হিসাবে এক মাসের ব্যবধানে টাকার মান কমলো ৭ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ৯৩ টাকা ৪৫ পয়সা দরে মঙ্গলবার ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লাখ) বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করা হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ৪০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮৭ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তবে বিভিন্ন ব্যাংক ও কার্ব মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, আজ ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা, নগদ ডলার বিক্রি করছে ৯৭ থেকে ৯৮ টাকা আর ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি হয় ৯৮ থেকে ৯৯ টাকা।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ