34 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশ বাহিনী আগামী দিনে আরও স্মার্ট হয়ে উঠবে-প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনী আগামী দিনে আরও স্মার্ট হয়ে উঠবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী আগামী দিনে আরও স্মার্ট হয়ে উঠবে। এ বাহিনীতে আরও লজিস্টিকস সাপোর্ট বাড়াবে সরকার। আধুনিক ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা করে দেয়া হয়েছে। এসব ল্যাব অচিরেই সারা দেশে স্থাপন করা হবে, যাতে তদন্ত দ্রুত শেষ করা যায়। পুলিশের সাইবার ইউনিট গঠন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পুলিশের পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই দুটি হেলিকপ্টার যুক্ত হবে পুলিশ বাহিনীতে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গি-সন্ত্রাস-মাদক মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অপরাধের ধরন বদলে যাচ্ছে, সেভাবে পুলিশকেও আধুনিক হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বাহিনী অসামান্য অবদান রেখে যাচ্ছে। কিন্তু জাতির দুর্ভাগ্য হলো, রাজনীতির নামে জনগণের সম্পদ ধ্বংস করার মতো ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের ওপরও অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। তবুও পুলিশ বাহিনী জনগণের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের রুখে দিতে সক্ষম হয়েছে।

পড়ুন আগের নিউজ : পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ