30 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের(icc men’s t20 world cup 2022) সুপার টুয়েলভে আগামীকাল বৃহস্পতিবার(২৭অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ।  বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরসারি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস চ্যানেল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে সাকিব বাহিনী। যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের পর মূল পর্বে বাংলাদেশ দলের  প্রথম জয়।

বাংলাদেশের মতো জয় দিয়ে বিশ্বকাপ(icc men’s t20 world cup 2022) শুরু করতে পারতো দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পর হোবার্টে বৃষ্টি কারনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় প্রোটিয়াদের। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা অনেক বেশি চাপে থাকবে কারণ এটি তাদের জন্য ডু অর ডাই ম্যাচ।’

সাকিব আরও বলেন, ‘একটি জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে দক্ষিণ আফ্রিকা একটি পয়েন্ট হারিয়েছে এবং সেটি পূরণ করতে চাইবে তারা। তারা মরিয়া হয়ে খেলবে যেটা  আমাদের সুযোগ করে দিতে পারে।’

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টকে বিপজ্জনক বলে স্বীকার করেছেন সাকিব। তবে বাংলাদেশের ব্যটাররা  প্রতিপক্ষে বোলিংকে ভালোভাবে মোকাবেলা করবে বলেই বিশ্বাস করেন সাকিব।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, দুর্দান্ত পেস বোলিং আক্রমণ রয়েছে দক্ষিণ আফ্রিকার। যদিও এই ফরম্যাটে তাদের বিপক্ষে আমাদের কোন সাফল্য নেই। কিন্তু অন্য ফরম্যাটে দেরিতে হলেও আমাদের ব্যাটাররা তাদের সফলভাবে মোকাবেলা করেছে। এটিই   তাদের হারাতে আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ৭টি টি-টোয়েন্টিতে বলতে গেলে প্রতিন্দ্বন্দিতা ছাড়াই সব ম্যাচ হেরেছে টাইগাররা। ২০২১ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোন শীর্ষ দলকে হারাতে পারেনি টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ,ICC Mens T20
টি-টোয়েন্টি বিশ্বকাপ,ICC Mens T20

সব মিলিয়ে ১৪০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনডিক্স, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রিলি রৌসু, ওয়েইন পারনেল, তাবরাইজ শামসি ও স্তিতান ট্রিস্টান স্টাবস।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ