29 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দাম কমাতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

দাম কমাতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

তেল

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: দাম কমাতে নিজেদের মজুত থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাইডেন এক ঘোষণায় বলেন, এসপিআর থেকে আগামী কয়েক মাসে পাঁচ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

যুদ্ধ-বিগ্রহ, জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দেশ তেলের মজুত রাখে। এটা ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ বা এসপিআর নামে পরিচিত। বাইডেন প্রশাসন এই এসপিআর থেকেই তেল কোম্পানিগুলোর কাছে অপরিশোধিত তেল বিক্রি করবে। চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্যের মতো দেশগুলোকেও যুক্তরাষ্ট্র তেল ছাড়ার অনুরোধ করেছে। অনুরোধের পর এই দেশগুলোও তেল ছাড়তে রাজি হয়েছে।

তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক অপরিশোধিত তেলের উত্তোলন বাড়াতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবার কৌশলগত মজুদ থেকে পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার কথা জানাল যুক্তরাষ্ট্র। চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে তেল সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, যুক্তরাষ্ট্র আগামী ডিসেম্বরের শেষ নাগাদ কংগ্রেসের অনুমোদন দেওয়া ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল বিক্রি শুরু করবে।

এখন পর্যন্ত মার্কিন মিত্রদের মধ্যে ভারত জানিয়েছে, তারা এসপিআর থেকে ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে। যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা স্বেচ্ছায় ১৫ লাখ ব্যারেল বাজারে ছাড়ছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সঙ্গে আলাপ-আলোচনার পর তাদের এসপিআর ব্যবহারের পরিমাণ ও দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। জাপান তাদের মজুত তেল ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার জানাবে বলে জানিয়েছে। আর চীন সবার আগেই মজুত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মতি দিয়েছে।

এর আগে তেল উত্তোলক দেশগুলোর জোট ওপেককে দাম নিয়ন্ত্রণে আনতে তেল উত্তোলন বাড়ানোর আহ্বান জানায় ওয়াশিংটন। এ আহবান প্রত্যাখ্যান হলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন বলছে, বিশ্ববাজারে তেলের বাড়তি দাম কমাতে এশিয়ার প্রধান প্রধান ভোক্তা দেশগুলোকে নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার অংশ হিসেবেই মজুদ থেকে বাজারে তেল ছাড়া হবে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানকেও জরুরি মজুদ উন্মুক্তকরণের আহবান জানান জো বাইডেন। সে আহ্বানে সাড়া দিয়ে মজুদ উন্মুক্ত করে চীন। যাতে বেশ কিছুটা কমে আসে তেলের দাম।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ