38 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » হালদায় মা মাছ রক্ষায় অভিযান

হালদায় মা মাছ রক্ষায় অভিযান

হালদায় মা মাছ রক্ষায় অভিযান

বিএনএ,চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী। এ নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ মে) হালদার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশদর্শী চাকমা। এ সময় গড়দুয়ারা ও পেশকারহাট অংশে ইঞ্জিনচালিত দু’টি নৌকা জব্দ করা হয়।

সহকারী কমিশনার অতিশদর্শী চাকমা বলেন, এখন হালদার উপকূল অংশে মা মাছের ডিম ছাড়ার সময়। সাধারণত জুনের শুরুর দিকে কার্প জাতীয় মা মাছ নদীর পাড়ে এসে ডিম ছাড়ে। কিন্ত বারবার নিষেধাজ্ঞা দিয়েও অবৈধ ইঞ্জিনচালিত নৌকার চলাচল ঠেকানো যাচ্ছে না। তাই অভিযান চালিয়েছি। আগামীতেও আমাদের অভিযান চলবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাউজান থানা পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ