28 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

বিএনএ,চট্টগ্রাম:বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৫শে জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার(২২ জানুয়ারি)সকালে নগরীর রেডিসন ব্লু বে-ভিউ থেকে সাগরিকা মোড় পর্যন্ত নিরাপত্তা মহড়া দেয়া হয়।

পুলিশ-র‌্যাবের সমন্বয়ে আয়োজিত মহড়ায় খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেয়ার পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেওয়া হবে এবং তাদের বহনকারী গাড়ি নিরাপদে স্টেডিয়ামে কিভাবে পৌঁছে দেয়া হবে- তা প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, দু’টো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছেন তারা।একটি কোভিড এবং অন্যটি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন।সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা-নেয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব এবং অন্য সংস্থার সদস্যরাও কাজ করবেন বলে জানান তিনি।

চট্টগ্রামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

উল্লেখ্য, শনিবার (২৩ জানুয়ারি) সিরিজের চট্টগ্রাম পর্ব খেলতে চট্টগ্রামে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।২৫ জানুয়ারি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে।এরপর এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যা শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ