34 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে টাইগাররা

পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে টাইগাররা

পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে টাইগাররা

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে “বি”গ্রুপের বাঁচা মরার লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার(২১ অক্টোবর) আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৯৭ রান নিয়ে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি ক্রিকেটেই বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ ওভারে ৯ রান তুলে লেগা সিয়াকা ও আসাদ বালা। তৃতীয় ওভার করতে আসা সাইফুদ্দিন তার তৃতীয় বলে সিয়াকাকে এলবিডব্লিউ করে ফেরান। তার পরের ওভারে তাসকিন আসাদ বালাকে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট করেন।

চতুর্থ ওভারে বল করতে আসে সাকিব। প্রথম বলে আমনিকে এবং চতুর্থ বলে সিমন আতাইকে সাজঘরে পাঠান তিনি।দলীয় রান তখন ৪ ওভারে ৪ উইকেটে ১৪।

নবম ওভার করতে এসে সেসে বাউকে শিকার করেন সাকিব।তিন ওভার করে ৭ রান দিয়ে তুলে নেন তিন উইকেট।

দশম ওভার বল করতে এসে মেহেদি তার দ্বিতীয় বলে শিকার করেন নামান ভানুয়াকে। দশম ওভার শেষে পিএনজির দলীয় রান দাড়াঁয় ৬ উইকেটে ২৮ ।

এগারতম ওভার করতে এসে হিরিকে শিকার করে সাকিব। ৪ ওভার করে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই স্পিন অলরাউন্ডার।

১৫ তম ওভার বল করতে এসে সাইফুদ্দিন তার পঞ্চম বলে চাদ সোপারকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেটের স্বাদ পান।

পাপুয়া নিউগিনির ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপান্তে লড়াই করতে থাকে উইকেটকিপার কিপলিন ডোরিগা।

দলীয় ৮০ রানের মাথায় কাবুয়া মরেয়াকে রান আউট করেন আফিফ। শেষ ওভারের তৃতীয় বলে তাসকিন রাবুকে সাজঘরে ফিরালে ৯৭ রানে থামে আসাদ বালার দল। ৩৩ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকে উইকেটকিপার কিপলিন ডোরিগা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ (নাঈম ০, লিটন ২৯, সাকিব ৪৬, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫০, আফিফ ২১, সোহান ০, সাইফ ১৯*, মেহেদি ২*; মোরেয়া ৪-০-২৬-২, রাভু ৪-০-৪০-২, সোপার ৪-০-৫৩-০, বাউ ২-০-২০-০, ভালা ৩-০-২৬-২, আমিনি ২-০-৯-০, আটাই ১-০-৬-১)।

পাপুয়া নিউ গিনি:  ১৯.৩ ওভারে ৯৭ (সিয়াকা ৫, বালা ৬, আমিনি ১, বাউ ৭, আতাই ০, হিরি ৮, ভানুয়া ০, ডোরিগা ৪৬*, সোপার ১১, মোরিয়া ৩, রাভু ৫; সাইফ ৪-০-২১-২, মুস্তাফিজ ৪-০-৩৩০, তাসকিন ৩.৩-১-১২-২, সাকিব ৪-০-৯-৪, মেহেদি ৪-০-২০-১)।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ