24 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে ত্রিশ পিস কার্তুজসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

রামুতে ত্রিশ পিস কার্তুজসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজারের রামুতে (ত্রিশ) পিস কার্তুজসহ জুবায়ের প্রকাশ শাহীন (২২)  নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২০ জানুয়ারি) এক যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুবায়ের টেকনাফ নয়াপাড়া মোছনী ক্যাম্পের বাসিন্দা  মোঃ শফি প্রকাশ  নাছিরের ছেলে।

শনিবার (২১জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন  র‌্যাব-১৫ এর সিনিয়র  সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব শুক্রবার রামুর হাসপাতাল রোডে মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের  রাস্তার সামনে  অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির এক পর্যায়ে একটি পূরবী বাস চেকপোস্টের সামনে আসলে র‍্যাবের সদস্যরা বাসটি তল্লাশি করে ত্রিশ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে জানায়,  উদ্ধারকৃত কার্তুজ সে বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত কার্তুজসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে  এজাহার দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ