23 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বন্যার্তদের পাশে কুবির বাংলা বিভাগ 

বন্যার্তদের পাশে কুবির বাংলা বিভাগ 


বিএনএ, কুবি (কুমিল্লা) : নির্ধারিত ফল উৎসব না করে উৎসবের জন্য বরাদ্দকৃত টাকা বন্যার্তদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদ।

সোমবার (২০ জুন) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ফল উৎসব কমিটির আহ্বায়ক ড. তসলিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে ফল উৎসব কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন বলেন, উৎসব আসলে আনন্দ করার জন্য। যেখানে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে, সেখানে কি করে আনন্দ করা সম্ভব। এই জন্য আমরা চিন্তা করেছি যে এই মুহুর্তে উৎসবটা না করি। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে উৎসব করার অনেক সুযোগ পাবো। এক্ষেত্রে যে সিদ্ধান্তটা আমাদের সময়োপযোগী মনে হয়েছে, সেটা হল বাংলা বিভাগ ও ভাষা সাহিত্য পরিষদ ঐক্যমত্য পোষণ করে ফল উৎসবের সব টাকাটা বন্যার্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

এবিষয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থীরা মহানুভবতার পরিচয় দিয়েছে। তারা যে প্রস্তাবটা শুনার সাথে সাথে রাজি হয়েছে তাতে আমি অনেক কৃতজ্ঞ। তারা নিজের স্বার্থ ত্যাগ করে অপরের পাশে দাড়াতে পারবে এই বিশ্বাসটা আমাদের তৈরি হয়েছে।

বিএনএনিউজ/হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ