31 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে হচ্ছে না পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

সিলেটে হচ্ছে না পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

পদ্মার জলে পদ্মা সেতুর সৌন্দর্য

বিএনএ ডেস্ক: বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলে হচ্ছে না পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন ৬৪ জেলায় উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে বন্যায় বিপর্যস্ত থাকায় সিলেটের বিষয়টি রিভিউ করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে সব সময় আলোচনা হচ্ছে। বুধবার পদ্মা সেতু বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলবেন প্রধানমন্ত্রী। জানান, ২৫ জুন দক্ষিণ জনপদের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ