29 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ১৭০ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

লোহাগাড়ায় ১৭০ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

লোহাগাড়ায় ১৭০ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ`আশ্রয়ণ প্রকল্প“। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩হাজার ৩৪০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ২০ জুন সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপজেলা পাবলিক হলে জমির দলিল ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গনি সম্রাট।

No description available.

লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সরওয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুুহাম্মদ শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মুহাম্মদ ইউনুচ,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এসএম আবদুল জব্বার,উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার। অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে তিনি বদ্ধ পরিকর ছিলেন । তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা।সারাদেশে ৫৩হাজার ৩৪০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করে বর্তমান সরকার এক নজিরহীন দৃষ্টান্ত স্হাপন করেছেন। ১২বছর পুর্বের বাংলাদেশ এখন নেই।দেশ এখন অনেক এগিয়ে। বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা বলেও বক্তারা জানান। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপস্হিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

বিএনএনিউজ২৪, রায়হান সিকদার,

Loading


শিরোনাম বিএনএ