34 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » একসাথে ১০ সন্তান জন্ম দেয়ার রেকর্ড সৌদি নারীর

একসাথে ১০ সন্তান জন্ম দেয়ার রেকর্ড সৌদি নারীর

১০ সন্তান জন্ম দেয়ার রেকর্ড সৌদি নারীর

রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে একসাথে ১০ সন্তান জন্ম দিয়ে সৌদি আরবের এক নারী বিশ্ব রেকর্ড করেছেন।সূত্র:সৌদি গেজেট।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে,৩৪ বছর বয়সী এক নারী গত ১২ জানুয়ারি এক সাথে ১০ শিশু স্বাভাবিকভাবে প্রসব করেন। খবরে নবজাতকদের পিতা মাতার নাম ও পরিচয় প্রকাশ করা হয় নি। তবে সব সন্তান সুস্থ রয়েছে। নবজাতকদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে রয়েছে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় এই মা সন্তানদের জন্ম দেন।

১৯৮০সালে প্রতিষ্ঠিত কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতাল দেশটির অন্যতম বড় হাসপাতাল, যেখানে সব চিকিৎসার আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।

আরও পড়ুন : আইপিটিভিতে সংবাদ সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্যমন্ত্রীর

এর কয়েকদিন পূর্বে একই হাসপাতালে ৩৪ বছর বয়সী অপর এক নারী এক সাথে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। তিনিও গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় সন্তান জন্ম দেন। নবজাতকদের ওজন সাড়ে ৯শ গ্রাম থেকে ১১০০গ্রাম। সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ