34 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সড়কে ঝাড়ু হাতে সাভারবাসী

সড়কে ঝাড়ু হাতে সাভারবাসী

সড়কে ঝাড়ু হাতে সাভারবাসী

বিএনএ, সাভার : জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে সাভারে ছুটে আসছেন হাজারো মানুষ। বাড়ছে তাদের ব্যবহৃত বর্জ্যের পরিমাণও। আর তাই পরিষ্কার পরিচ্ছন্ন সাভার গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলার ঐতিহ্যবাহী ব্যাংক কলোনি এলাকার বাড়ির মালিকদের নিয়ে গঠিত একতা নাগরিক কমিটির (এনাক) ব্যানারে এ আহ্বান জানানো হয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, নিজের বাড়ির আঙিনা নিজেকেই পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, নগরবাসীর অংশগ্রহণ ছাড়া সাভারের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা অসম্ভব। জনসচেতনতার অংশ হিসেবে এই কর্মসূচি। আশা করি নাগরিকেরা এ কাজে সর্বাত্মক সহযোগিতা দেবেন।’

এ সময় মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে অনুরোধ জানান এনাকের সদস্যরা।
এনাকের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন, সংগঠনের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ নাইটগার্ড প্রধান সহ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে আসছে। মাদক, সন্ত্রাস কিশোরগ্যাং মুক্ত এলাকা গড়তে আমরা বদ্ধপরিকর। সংগঠনের নিজস্ব উদ্যোগে ভবিষ্যতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করার পরিকল্পনা আছে। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ আবাসস্থল রেখে যেতে চাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এনাকের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক কাজী আহমেদউল্লাহ , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান নুরুল ইসলামসহ আরো অনেকে। এনাকের কার্যনির্বাহী সদস্য মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিএনএনিউজ/ ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ