Bnanews24.com
এক নজরে বিনোদন সব খবর

ফকির আলমগীর লাইফ সাপোর্টে

ফকির আলমগীর

বিএনএ, বিনোদন ডেস্ক : গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

রোববার রাত দশটার দিকে চিকিৎসকের পরামর্শে কিংবদন্তী এই শিল্পীকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

খবরটি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর। এ সময় দেশবাসীর কাছে বাবা ফকির আলমগীরের সুস্থতা কামনায় দোয়া চান মাশুক।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ইউনাইটেড হাসপাতালের মেডিকেল বোর্ড সোমবার সকাল ১১টায় জরুরি বৈঠক ডেকেছেন।

ফকির আলমগীরের পরিবার সূত্র জানায়, তার স্বামী করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তার উপসর্গ দেখা দেয়, পরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেয়া হয়।
বিএনএনিউজ/জেবি