26 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » মুম্বাইয়ে প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

মুম্বাইয়ে প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

মুম্বাইয়ে প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

বিএনএ,মুম্বাই:  মুম্বাইয়ে প্রবল বর্ষণে জলাবদ্ধতা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে । মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলিতে শনিবার (১৭ জুলাই) রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। শহরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে,রোববার বিক্রোলিতে একটি আবাসিক ভবনধসে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও অনেকে পানিবন্দি রয়েছে।

রাত ৮টা থেকে ২ট পর্যন্ত মুম্বাই শহরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৫৬ দশমিক ৯৪ মিমি। এর ফলে চুনাভাট্টি, সায়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোডের নিচু এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে সেখানে রেলের পরিষেবাও বন্ধ হয়ে যায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ