29 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজার জনের প্রাণ গেল

বিএনএ, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এনিয়ে গত ১৬ দিনে ১৬১ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন রাজশাহীর, দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছেন আরও আটজন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং কুষ্টিয়ার একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৭ ও রামেক ল্যাবে ১৫২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

বিএননিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ