25 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চুরিতে বাধা দেয়ায় গার্ডকে শ্বাসরোধ করে হত্যা

চুরিতে বাধা দেয়ায় গার্ডকে শ্বাসরোধ করে হত্যা

চুরিতে বাধা দেয়ায় গার্ডকে শ্বাসরোধ করে হত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর ভাষানটেকে ব্যাটারির দোকানে চুরির সময় বাধা দেওয়ায় মোহাম্মদ সুজন (৪০) নামে এক নাইট গার্ডকে শ্বাসরোধে খুন করা হয়েছে। এ ঘটনা আব্দুল মজিদ (৭০) নামের আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৬ মে) ভোর ৫টায় পুরাতন কচুক্ষেত জেসমিন টাওয়ারে ওই চুরির ঘটনা ঘটে। নাইট গার্ড সুজনকে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরের বেতার ভবনের সামনে ফেলে যায় দুবৃত্তরা।
পুলিশ মৃত্যদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এব্যাপারে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনসি বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর আইনিপ্রক্রিয়া শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নাইট গার্ডের গলায় গামছা পেঁচানো ছিল শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, খুনিরা পরিচিত হতে পারেন। নইলে নাইটগার্ডকে খুন করবেন কেন? খুনি কারা তা জানতে আমরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ