30 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শবে বরাতে আতশ ও পটকাবাজি নিষিদ্ধ

শবে বরাতে আতশ ও পটকাবাজি নিষিদ্ধ


বিএনএ, ঢাকা : পবিত্র শবে বরাত উদ্যাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টা হতে শনিবার  ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজী ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাজধানীতে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আগামি শুক্রবার সন্ধ্যা ৬ টা হতে শনিবার  ভোর ৬ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ