39 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৯টি জয়ী স্বতন্ত্র, ৯টিতে নৌকা

চট্টগ্রামে ৯টি জয়ী স্বতন্ত্র, ৯টিতে নৌকা

চট্টগ্রামে ৯টি জয়ী স্বতন্ত্র, ৯টিতে নৌকা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউপি নির্বাচনে ৯টিতে নৌকার প্রার্থী ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে জয় পেয়েছেন।বুধবার (১৫ জুন) সন্ধ্যায় দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

এ উপজেলার নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।

স্বতন্ত্র পদে বিজয়ী প্রার্থীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে সালাহ উদ্দিন কামাল, গণ্ডামারা ইউনিয়নে আনরস প্রতীক নিয়ে লিয়াকত আলী, ছনুয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে হারুণ অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে অটোরিক্স প্রতীক নিয়ে তারেক রহমান ও শেখেরখীল ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মাওলানা মোরশেদ ফারুকী।

ফটিকছড়ি উপজেলা ভুজপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শওকত আলম শওকত, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মোটরসাইকেল প্রার্থী আবদুর রশিদ দৌলদি, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী হাজী ছাবের আহমদ,আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল, বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে পটিয়ার ছনহরা ও আনোয়ার পরৈকোড়া ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বাকি ১৬ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ