20.7 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাজা ১৮০ দিনের পলাতক ১৮ বছর!

সাজা ১৮০ দিনের পলাতক ১৮ বছর!

সাজা ১৮০ দিনের পালাতক ১৮ বছর!

বিএনএ ডেস্ক, ঢাকা: ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে ১৮ বছর ধরে পলাতক হবিগঞ্জের লিটন সাঁওতাল (৪২)।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার। বলেন, সোমাবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে লিটন সাঁওতালকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা জানান, ২০০৪ সালে বন ও পরিবেশ আইন অমান্য করায় চুনারুঘাটের ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এ খবর শুনে আত্মগোপনে চলে যান লিটন সাঁওতাল। সোমবার রাতে চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় থেকে লিটন গ্রেফতার হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন…

সাজা ১৭ বছর পলাতক ছিলেন ১৮ বছর!

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ