30 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিএসএএ নির্বাচন: শোডাউনে আরিফ, নিরব প্রচারণায় শাহেদ

বিএসএএ নির্বাচন: শোডাউনে আরিফ, নিরব প্রচারণায় শাহেদ

শাহেদ,আরিফ

বিএনএ,চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ( বিএসএএ ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ এপ্রিল। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে শিপিং এজেন্টদের দুইটি প্যানেল নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একটি হলো শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন। অপরটি সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। বিএসএএ’র বিগত নির্বাচনেও ছিল গ্রুপ/প্যানেল। জয়ী হয় শাহেদ নেতৃত্বাধীন গ্রুপ। এবারও তা ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। গত ১০ মার্চ নগরীর আগ্রাবাদে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বধীন সম্মিলিত পরিষদের প্যানেলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসএএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, ভাইস-চেয়ারম্যান সফিকুল আলম জুয়েলসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলনেতা সৈয়দ মোহাম্মদ আরিফ। সভায় উল্লেখ করা হয় যে সম্মিলিত পরিষদের পক্ষে সদস্যদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে প্রচারণা আরও জোরদার করতে হবে এবং ডোর টু ডোর সবাইকে পৌঁছতে হবে। এ ছাড়া বেশকিছু নির্বাচনী কৌশলও নেয়া হয়েছে।

আরিফ গ্রুপ

সম্মিলিত পরিষদ প্যানেল:
এসোসিয়েট ক্যাটেগরি- মোহাম্মদ সফিকুল আলম জুয়েল, মো. রিয়াজ উদ্দিন খান, শামসু্দ্দিন আহমেদ চৌধুরী ( মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা, ওয়াহিদ আলম, নাজমুল হক এবং নজরুল ইসলাম।

সম্মিলিত পরিষদ প্যানেল

অর্ডিনারি ক্যাটেগরি- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী ( শিমুল ), ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদের, এস এম মাহবুবুর রহমান, এস এম এনামুল হক, এটিএম শহিদুল্লাহ ( শহিদ ), তানজিল আহমেদ রুহুল্লাহ এবং শহিদুল মোস্তাফা চৌধুরী ।

এদিকে বিএসএএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদ প্যানেল চূড়ান্ত করলেও শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন গ্রুপের প্যানেলের কোন খবর নেই। এ বিষয়ে শাহেদ সরওয়ার জানান, প্যানেল চূড়ান্ত করা হয়েছে। কেবল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বেশকিছু কৌশলগত কারণে কয়েকদিন সময় নেয়া হচ্ছে। হেভিওয়েট, প্রবীণ-নবীনের সমন্বয়ে প্যানেল তৈরি করা হয়েছে। চলমান সপ্তাহের শেষদিকে ঘোষণা করা হবে বলে তিনি জানান।

শাহেদ গ্রুপ

সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে থেকে তিনি ভোটারদের সাথে যোগাযোগ শুরু করেন। ম্যান টু ম্যান যোগাযোগ করেছেন। দলবল নিয়ে সেকেন্ড রাউন্ড গণসংযোগ শুরু করেন ৮ মার্চ থেকে। তবে, এ পর্যন্ত তাঁর প্যানেল ঘোষণা হয়নি। গত ৯ মার্চ বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৮ মার্চ।

অর্ডিনারি ক্যাটেগরির প্রার্থীরা হলেন: সৈয়দ মোহাম্মদ আরিফ, এ কে এম আতিকুর রহমান, সৈয়দ ইমাম হোসেন, দেবপ্রসাদ ভট্টাচার্য, এম আলী আশরাফ আহমদ খান, এস এম এনামুল হক, সৈয়দ মাহমুদুল আহসান, সৈয়দ নুরুদ্দিন, এস এম মাহবুবুর রহমান, এএসএম সালাহউদ্দিন, মোহাম্মদ শাহেদ সরওয়ার, মো. রকিবুল হায়দার খান, এটিএম শহিদুল্লাহ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মুনতাসির রুবাইয়াত, মো. দিদারুল আলম চৌধুরী, এসএম আনোয়ার হোসেন,মো. সাজ্জাদুর রহমান, তানজিল আহমেদ রুহুল্লাহ, মোহাম্মদ ওবাইদুল হক, আনোয়ার হোসেন মজুমদার ( শিমুল ), কপিল উদ্দিন আহমেদ, গোলাম ফারুক, আনিস উদ দৌলা, আজিম রহিম চৌধুরী, মামুনুর রশিদ, সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দিন, মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আজমির হোসেন চৌধুরী, এনামুল হক,মো. আবদুল আমিন, খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ জিয়াউল কাদের, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ আবদুল্লাহ জহির, মাশহুর আলম, শাহ মো. রাফখাত আফসার, মো. আজফার আলী, সারতাজ মুহাম্মদ ইমরান, শহিদুল মোস্তাফা চৌধুরী, মো. কামরু উজ জামান, সৈয়দ ইকবাল আলী এবং মোহাম্মদ ওসমান গনি চৌধুরী।

এসোসিয়েট ক্যাটেগরির প্রার্থী: নাজমুল হক, মোহাম্মদ মোরশেদ হারুন, মো. সাইফুল কাদের, কবির আহমেদ, মো. রেয়াজ উদ্দিন খান, ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল, খায়রুল আলম সুজন, প্রবীর সিংহ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সানিয়াত লুৎফি, কাজী মনসুর উদ্দিন, মোস্তাফিজুর রহমান, বোরহান উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওবাইদুল হক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মোহাম্মদ আবুল খায়ের, মো. জহিরউদ্দিন জুয়েল, মোহাম্মদ তহিদুল ইসলাম এবং ওয়াহিদ আলম।

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার। গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশে শিপিং এজেন্টস এসোসিয়েশনের ( বিএসএএ ) নির্বাচন বোর্ড খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই অনুসারে মোট ভোটার সংখ্যা ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২। লাইটারিং, স্টিভিডোরিং এবং পাইলটিং সংশ্লিষ্ট বহু শিপিং কোম্পানিও ভোটার।

বিগত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০০ চেয়ে কম। এবারে অধিক সংখ্যক ভোটার নিবন্ধন হলেও রয়ে গেছে বিপুল শিপিং এজেন্সি এর বাইরে। দু’টি পক্ষের বাইরে নিজস্ব উদ্যেগেও অনেক ভোটার হয়েছে। এদের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনে জয়-পরাজয়।

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর ২০১৯ সালের ১৬ এপ্রিল সরাসরি ভোটে আহসান উল হক চৌধুরীর নেতৃত্বে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ জন এবং সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল থেকে এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক নির্বাচিত হন। আগামী ২৮ এপ্রিল দুই বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) গতবার আহসান উল হক চৌধুরীর প্যানেল থেকে নির্বাচন করলেও এখন তিনি সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করছেন।

বিএনএনিউজ/মনির,ওয়াইএইচ

Loading


শিরোনাম বিএনএ