29 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভ্যাকসিন বুলেটিন প্রচারের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ভ্যাকসিন বুলেটিন প্রচারের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ভ্যাকসিন বুলেটিন প্রচারের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিএনএ,ঢাকা:ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই জাতীয়ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম ধাপের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।এ লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।দেশবাসীকে টিকাদানের সর্বশেষ তথ্য জানাতে নিয়মিত ‘ভ্যাকসিন বুলেটিন’প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।তথ্য প্রবাহের এই সার্বিক বিষয়টি নিয়মিত তদারকি করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে শুক্রবার(১৫ জানুয়ারি)এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস)নতুন পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, করোনা বুলেটিনের মতো একটা ভ্যাকসিন বুলেটিন হবে, এটা স্বাস্থ্যমন্ত্রীর ইচ্ছা।এ ধরনের বুলেটিন নিয়মিত প্রচার হলে সবাই তথ্যটা যথাযথভাবে পাবে।কারণ, এতো বড় একটা কাজের প্রচারও একটা বড় বিষয়। নয়তো একেক মিডিয়ায় একেক তথ্য আসবে।একজন মানুষ কোথায় গিয়ে টিকা নেবে, কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবে, এসব নিয়ে বিভ্রান্তি তৈরি হবে।

ডা. মিজানুর রহমান বলেন, কবে থেকে এই বুলেটিন প্রচার হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিশ্চয়ই একটা নির্দেশনা পাঠাবেন।সেখানে উল্লেখ থাকবে,কখন,কীভাবে,কোন প্রক্রিয়ায় ভ্যাকসিন বুলেটিন পাঠানো হবে।বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)সচিবালয়ে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।তবে অফিসিয়ালি এখনো তথ্য পাওয়া যায়নি।তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমকে জানানো হবে।

এ প্রসঙ্গে ‘জাতীয় করোনা ভ্যাকসিন বিতরণ কমিটি’র প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন,দেশব্যাপী করোনা ভ্যাকসিন দেয়া শুরু হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ভ্যাকসিন বুলেটিন প্রচারের পদক্ষেপ নেয়া হবে।তবে এই বুলেটিনে কোন কোন তথ্য প্রচার হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ জানুয়ারির মধ্যেই দেশে করোনা ভাইরাসের টিকা আসবে।দেশে টিকা আসার পর দুদিন তা টঙ্গিতে বেক্সিমকোর ওয়্যারহাউজে থাকবে।সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকা পাঠানো হবে। পাশাপাশি ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু করা কথাও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ৪৯ লাখ ৩৮ হাজার ৫৪৫ জনকে টিকা দেয়া হবে। চট্টগ্রাম বিভাগে দেয়া হবে ২৯ লাখ ৫৯ হাজার ৮৩৩ জনকে, রাজশাহী বিভাগে ১৯ লাখ ২৪ হাজার ৯২২ জনকে, রংপুর বিভাগে ১৬ লাখ ৪৪ হাজার ৫৯ জনকে।খুলনা বিভাগে দেয়া হবে ১৬ লাখ ৩৩ হাজার ৬৪৬ জনকে, সিলেট বিভাগে দেয়া হবে ১০ লাখ ৩২ হাজার জনকে। বরিশাল বিভাগে আট লাখ ৬৬ হাজার ৯৯৪ জনকে টিকা দেয়া হবে।তিন রাউন্ডে এ জনগোষ্ঠী টিকা পাবেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ