Bnanews24.com
Home » নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৫
টপ নিউজ দুর্ঘটনা

নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৫

নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৫
বিএনএ, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে শিশুসহ পাঁচ জনকে দগ্ধ অবস্হায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  তাদের অবস্হা আশংকাজনক।
দগ্ধরা হলেন- আনোয়ার হোসেন (৩৫), সাব্বির মিয়া (১১), মোহাম্মদ ইমন (১৫), আব্দুর রব (৩০) ও সাইফুল ইসলাম (১২)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন এসেছে। তাদের মধ্যে আনোয়ার হোসেনের শরীরের ১৫ শতাংশ, সাব্বির মিয়ার শরীরের ২৫ শতাংশ, আব্দুর রবের শরীরের ৩০ শতাংশ ও সাইফুল ইসলামের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। ইমনের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও নির্ধারণ করা হয়নি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। কুমিল্লা সদর হাসপাতাল থেকে তাদের আজ শেখ হাসিনা বার্ণে দগ্ধদের আনা হয়।
বিএনএ/আজিজুল, ওজি