29 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম উদ্বোধন

রাউজানে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম উদ্বোধন


বিএনএ, রাউজান:  রাউজান পৌরসভার নিজের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।সোমবার(১৩ ডিসেম্বর) সকালে রাউজান পৌরসভার কার্যালয়ের সামনের মাঠে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে নিজের হোল্ডিং ট্যাক্স দেন তিনি।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে কাউন্সিলর জানে আলম জনির সঞ্চলনায় অনুষ্টিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে  এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা গড়ে তুলতে পৌর এলাকার বাসিন্দারা  হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে সহায়তা প্রদান করবেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুনেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি,রাউজান পৌরসভার প্রকৌশলী প্রবীর দাশ, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা ।

অনুষ্ঠানে পৌর এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।এর পূর্বে তিনি রাউজান পৌরসভার সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ।

বিএনএ/ শফিউল আলম,ওজি

Loading


শিরোনাম বিএনএ