29 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা

এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা


বিএনএ, ঢাকা : এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০১৯ সালের ১ জুন হতে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে এতে বলা হয়েছে, এছাড়াও এইচএসসি পরীক্ষা ফরম পূরণ কার্যক্রমের জন্য কোন অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না।

এ সংক্রান্ত কোন অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধিদফতর সূত্র জানায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ