40 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে নৌ-চলাচল বন্ধ ঘোষণা

কাপ্তাই লেকে নৌ-চলাচল বন্ধ ঘোষণা


বিএনএ, রাঙামাটি : রাঙামাটিতে ঘূর্ণিঝড় ‘মোখা’মোকাবেলায় নৌ দুর্ঘটনা রোধে কাপ্তাই লেকে অনির্দিষ্ট কালের জন্য নৌ-চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়। একইসাথে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের অতিবৃষ্টি শুরু হওয়ার  সাথেই নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অতি প্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সকলের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ এবং জরুরি প্রয়োজনে কন্টোল রুম নেজারত ডেপুটি কালেক্টর নাম্বার (01820308869), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাম্বার (01550028707) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন: 02333371623) নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ