30 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » টাইটানিকের গায়িকার গান গাওয়া ‘নিষেধ’

টাইটানিকের গায়িকার গান গাওয়া ‘নিষেধ’

সেলিন ডিয়ন

বিনোদন ডেস্ক: কানাডিয়ান প্রখ্যাত পপ গায়িকা সেলিন ডিয়ন ‘মাই হার্ট উইল গো অন’ গান দিয়ে বুঁদ করে রেখেছিলেন সারা পৃথিবী। ‘টাইটানিক’ ছবির এই গানটি এত বছর পরেও অনেক জনপ্রিয়। তবে হঠাৎ করেই ভক্তদের এক দুঃসংবাদ দিলেন সেলিন। বিরল স্নায়বিক রোগে আক্রান্ত তিনি। এ রোগ নির্ণয়ের পর ইউরোপের সব কনসার্ট বাতিল করেছেন গ্র্যামি জয়ী এই সংগীতশিল্পী। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি নিজেই।

‘স্টিফ-পারসন সিনড্রোম’ নামে স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন সেলিন। দশ লাখে একজন এ রোগে আক্রান্ত হয়। সেলিন বলেন, ‘আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কীভাবে এর মোকাবিলা করব। তাই সবার সামনে আসতে সময়টা বেশি লাগল।’

তিনি আরও বলেন, ‘বিরল এই রোগের বিষয়ে আমরা আস্তে আস্তে জানতে পারছি। এখন বুঝতে পেরেছি আমার যত খিঁচুনি হয়, তার কারণ এই রোগ। দুর্ভাগ্যবশত, এই খিঁচুনি আমার দৈনন্দিন জীবনে ভীষণ প্রভাব ফেলে। আমি যখন হাঁটতে বের হই, তখন কঠিন অবস্থা তৈরি করে। এ অবস্থায় আমার গান গাওয়া পুরোপুরি বারণ।’

কথাগুলো বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন সেলিন। নিজেকে সামলে নিয়ে ভক্তদের উদ্দেশে এই গায়িকা বলেন, ‘মঞ্চে গান করা, মঞ্চে দাঁড়িয়ে আপনাদের দেখা- সবকিছু মিস করব। আমি সবাইকে খুব মিস করব। আমি যখন শো করি, তখন সেখানে শতভাগ দিই। কিন্তু আমার এই অবস্থায় তা আর সম্ভব নয়।’

বর্তমানে সেলিন ডিয়নের চিকিৎসা চলছে। ডাক্তারদের পরামর্শ মেনে চলার চেষ্টা করছেন তিনি। তা জানিয়ে তিনি বলেন, ‘মেডিসিনের পাশাপাশি বিভিন্নরকম খেলাধুলা ও থেরাপি চলছে। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য প্রতিদিন পরিশ্রম করছি। তবে এটি স্বীকার করতে অসুবিধা নেই যে, এটি একটি সংগ্রাম।’

কনসার্টে দেখা যাবে না সেলিনকে। তাই শ্রোতাদের কাছে বার বার ক্ষমাও চেয়ে নেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ