30 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - মে ২৩, ২০২৪
Bnanews24.com
Home » জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

সিটি কর্পোরেশনের ভেক্যু দিয়ে রাস্তার পাড়ে মাটি তোলায় সৃষ্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশু দুটি মারা যায়।

নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবায় ডুবে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার(৮সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা ওই এলাকার অটো-রিকশাচালক কামালের সন্তান।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে এরা বাসা হতে বেরিয়ে নিঁখোজ হয়। পরে শুক্রবার ভোরে মহিউদ্দিন ডক ইয়ার্ড-এর দক্ষিণ পাশে সিটি কর্পোরেশনের লেক তৈরি করার জন্য বেকুদিয়া মাটি তোলায় সৃষ্ট ডোবায় জমে থাকা পানিতে ডুবে ওরা মারা যায়।

এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক জানান, সিটি কর্পোরেশনের ভেক্যু দিয়ে রাস্তার পাড়ে মাটি তোলায় সৃষ্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশু দুটি মারা যায়।

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ