30 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ি ভাংচুর

আনোয়ারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ি ভাংচুর


বিএনএ, চট্টগ্রাম: আনোয়ারায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে আরেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার তৈলারদ্বীপ (পারভীন আক্তার)র এলাকায় প্রচারণা চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

এঘটনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম।

অভিযোগ পত্রে মরিয়ম বেগম জানান, আমার গাড়ি তৈলারদ্বীপ এলাকায় গেলে প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের পোস্টার লাগানো দুটো সিএনজি টেক্সী আমার প্রচারণার গাড়িকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর গাড়ি রেখে আমি একটা এলাকায় প্রচারণায় গেলে ৭/৮ জন ছেলে লোহার রড দিয়ে আমার গাড়ীর গ্লাসসহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলে ৷ ইতিপূর্বে পারভীন হাবিব নিজেই আমার লোককে পোস্টার লাগাতে গেলে বাঁধা দেয় এবং ২৯ তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেয়।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আমার প্রতি মানুষের আগ্রহ দেখে ইর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব রটাচ্ছে।

অভিযোগের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ