29 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জেদ্দা বিমান বন্দরের প্রধান নির্বাহী বরখাস্ত

জেদ্দা বিমান বন্দরের প্রধান নির্বাহী বরখাস্ত

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে

সৌদিআরবের প্রধান ও সবচেয়ে ব্যস্ত জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান তারাবজোনিকে বরখাস্ত করে তার স্থলে আইমান আবু আবাহকে  নিয়োগ করা হয়েছে। খবর সৌদি গেজেটের।

ওমরাহ ও ঈদের সময়ে বিমান বন্দরে ব্যাপক বিশৃংখলা, ঠিকমত পরিচালনায় ব্যর্থ হবার কারণে তাকে পদচ্যুত করা হয় বলে বিমান বন্দর পরিচালনা কমিটি বোর্ড শনিবার উপরোক্ত তথ্য জানিয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার সৌদি পরিবহন মন্ত্রী সালেহ আল যাসের জেদ্দা বিমান বন্দরে সপ্তাখানেক ধরে সৃষ্ঠ বিশৃংখলা, অনিয়মের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

বোর্ড আশা প্রকাশ করছে, দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞ কর্মকর্তা আইমান আবু আবাহ এর নেতৃত্বে বিমান বন্দরে সুন্দরভাবে পরিচালিত হবে।

ঈদের সময়ে বিমাবন্দরে বিশৃংখলার জন্য হাজার হাজার যাত্রী ১২-২৪ঘণ্টা পর্যন্ত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরে ও বাইরে অসহায় হয়ে সময় পার করেন। এ সময় অনেকে খাবারের জন্য পানিও পান নি বলে বাংলাদেশি যাত্রীরা অভিযোগ তুলেন। বিমানের বিলম্বে জেদ্দা উপস্থিতির কারণে তাদের সমস্যায় পড়তে হয়েছিল।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ