32 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ১১ জনের মৃত্যু

করোনায় আরও ১১ জনের মৃত্যু

করোনার উচ্চ ঝুঁকিতে দেশের ৩৭ জেলা

বিএনএ, ঢাকা : করোনোয় সারা দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন মারা গেছে। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ৬০৬ জন। রোববার(৭ মার্চ )বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী দুই জন। এদের নয়জনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

এছাড়া গত একদিনে ১ হাজার ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ