30 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সিরিজ জয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও তথ্যমন্ত্রীর অভিনন্দন

সিরিজ জয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও তথ্যমন্ত্রীর অভিনন্দন

সিরিজ জয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও তথ্যমন্ত্রীর অভিনন্দন

বিএনএ, স্পোর্টস ডেস্ক:  দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও টানা জয় পেলো টাইগাররা। অজিদের বিরুদ্ধে যেকোন ফরমেটে এটাই প্রথম সিরিজ জয় বাংলাদেশের।শুক্রবার (৬ আগস্ট) রাতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিলম্বিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ রানের জয় পায় বাংলাদেশ।

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও তথ্যমন্ত্রী।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শুক্রবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত  টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। দুই ম্যাচ হাতে রেখেই আজ মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় জয়ে পাঁচ টি-২০’র সিরিজ নিশ্চিত করে  টাইগাররা।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই  সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও  ম্যানেজারসহ  সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে।

স্পিকার

জাতীয় সংসদের  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে  টি-২০ জয় করায়  বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।স্পিকার  এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি সফররত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ম্যাচ বাকি থাকতেই  টি-টোয়েন্টি সিরিজ জয়  করায়  বাংলাদেশ  ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ