27 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনের চতুর্থ দিনে ঢাকায় গ্রেফতার ৬১৮

লকডাউনের চতুর্থ দিনে ঢাকায় গ্রেফতার ৬১৮

লকডাউন

বিএনএ, ঢাকা : কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা না মানায় রাজধানী থেকে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর ভ্রাম্যমাণ আদালত ১৬১ জনকে জরিমানা করেছেন ৫৪ হাজার ৪৫০ টাকা। রোববার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই গ্রেফতার এবং এই জরিমানা করা হয়।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউন বিধিনিষেধ অমান্য করায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগে জানিয়েছে, ৪৯৬টি গাড়িকে ১২৮১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাঁকে গ্রেফতার করা হবে, আনা হবে আইনের আওতায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ