বিএনএ, সীতাকুন্ড : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক অবরোধ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদারহাট ও ভাটিয়ারিসহ বিভিন্ন স্থানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে প্রার্থীদের নাম প্রকাশ করা হলেও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়নি।
দলের প্রার্থী হিসেবে এই আসনে নাম ঘোষণা করা হয় কাজী সালাউদ্দিনের। খবর পৌঁছার পরপরই ক্ষুব্ধ অনুসারীরা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, আসলাম চৌধুরী দলের ত্যাগী নেতা, তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন বিএনপির জন্য। তাকে মনোনয়ন না দিয়ে দল অন্যায় করেছে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
