27 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » হোয়াটসঅ্যাপে নতুন ‘রিপ্লাই’ ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন ‘রিপ্লাই’ ফিচার

হোয়াটসঅ্যাপ

বিএনএ, বিশ্বডেস্ক : আরও একটি নতুন ‘রিপ্লাই’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের ফলে কল কেটে দেয়ার সঙ্গে সঙ্গে কলারের চ্যাটে ব্যস্ততার কারণ জানিয়ে মেসেজ চলে যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, এতদিন হোয়াটসঅ্যাপে কল এলে শুধু তা ধরা বা কেটে দেয়ার জন্য ‘অ্যানসার’ ও ‘ডিক্লাইন’ অপশন ছিল। এবার তার সঙ্গে যুক্ত হবে ‘রিপ্লাই’ নামের আরেকটি অপশন। ‘রিপ্লাই’ অপশনটি বেছে নিলে সঙ্গে সঙ্গে কয়েকটি মেসেজ দেখা যাবে ফোনের স্ক্রিনে। সেখানে লেখা থাকবে ‘আমি এখন ব্যস্ত, পরে ফোন করছি’, ‘এখন মিটিংয়ে রয়েছি’—এই ধরনের কিছু মেসেজ।

আপাতত অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ‘বেটা সংস্করণ’-এ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

এদিকে এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসঙ্গে চারটি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ