30 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অনুদানের ‘আর্শিবাদ’ নিয়ে আসছেন রোশান-মাহি

অনুদানের ‘আর্শিবাদ’ নিয়ে আসছেন রোশান-মাহি

মাহি

বিনোদন ডেস্ক: সরকারি অনুদানে জেনিফার ফেরদৌসের প্রযোজনায় মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনা বেশ গুছিয়েই নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সিনেমার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন জেনিফার ফেরদৌস।

সরকারি অনুদানে নির্মাণ চলতি এই সিনেমার সঙ্গে অভিনয়ে যুক্ত হলেন চিত্রনায়িকা ও রাজনীতিবিদ শাহনূর। গত ২৫ ও ২৬ জানুয়ারি রাজধানীর বসিলায় একটি প্রতিবন্ধীদের স্কুলে এই সিনেমার শুটিং হয়। দু’দিনই শাহনূর শুটিং-এ অংশ নেন। সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে এবং সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাই সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসকে আমাকে এই সিনেমার সাথে সম্পৃক্ত রাখার জন্য। অবশ্যই ধন্যবাদ জানাই সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে। দু’জনের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।

এটা সত্য যে বছর জুড়েই আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কিছু কাজ করি। আমার জন্মদিনে, এছাড়াও বিশেষ বিশেষ দিনে আমি প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নিজেই অনুপ্রাণিত হয়ে কাজ করি। আশীর্বাদ সিনেমায় আমি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। তাও আবার প্রতিবন্ধী বাচ্চাদের ডাক্তার। যে কারণে চরিত্রটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে।

‘আশীর্বাদ’ সিনেমায় শাহনূর ডাক্তার কুসুম চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার সুর সঙ্গীত এবং আবহসঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা। সিনেমাটোগ্রাফিতে আছেন মজনু। আশা করা যাচ্ছে শিগগিরই শাহনূর তার বাবাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করতে পারবেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ