24 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক

বিএনএ, ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর করবে। বাংলাদেশ ব্যাংকের টায়ার-২ এর ব্যাসেল-৩ শর্ত পালন করতে এই বন্ড ইস্যুর করবে। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।

আইএফআইসি ব্যাংক শেয়ারবাজারে ১৯৮৬ সালে তালিকাভুক্ত হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকা।

বিএনএনিউজ২৪/শহীদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ