32 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা : নিহত ৬

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা : নিহত ৬

সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা : নিহত ৬

বিএনএ, বিশ্ব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।

শনিবার (৩০ জানুয়ারি) আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভয়াবহ এই বোমা হামলার দায় এখনো করেনি কোনো গোষ্ঠী স্বীকার। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ