29 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলার জ্যোতি’র আগুন নিয়ন্ত্রণে

বাংলার জ্যোতি’র আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলী নদীতে  তে‌লের জাহা‌জে সৃষ্ঠ আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায়  এম‌টি ‘বাংলার জ্যোতি’ নামের একটি সরকা‌রি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও নৌবা‌হিনী।  জাহা‌জের ৩জন না‌বিক নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  জাহা‌জে আগুন লাগার খবর পে‌য়ে‌ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের মো. কফিল উদ্দিন বিএনএনিউজ২৪কে জানান, কর্ণফুলী নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের ৮টি গাড়ি পাঠানো হয়েছে।

‘বাংলার জ্যোতি’ তে‌লের ট্যাংকারটি  রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো জাহাজ।১৯৮৭ সা‌লে জাহাজ‌টি ডেনমা‌র্কে তৈ‌রি হয়।

আগুন লাগার পরপরই জাহাজ‌টি হতে বেশ কয়েকজন ক্রু বে‌রিয়ে পড়েন। কেউ কেউ নদীতে ঝা‌পিয়ে প‌ড়ে আত্মরক্ষা ক‌রেন।জাহা‌জের ৩জন না‌বিক নিখোঁজ রয়েছেন ব‌লে জানা গে‌ছে। ঘটনার সময় জাহা‌জে কতজন কর্মরত ছি‌লেন তা নি‌শ্চিত কর‌তে পা‌রে নি কেউ।

জাহাজ‌টি‌তে হঠাৎ এক‌টি বিকট বি‌স্ফোর‌ণের পর আগুন ধ‌রে যায়।

এস‌জিএন

/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ