31 C
আবহাওয়া
২:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ২০১৩ তাণ্ডব: মুফতি নুরুজ্জামান নোমানী কারাগারে

২০১৩ তাণ্ডব: মুফতি নুরুজ্জামান নোমানী কারাগারে

মুফতি নুরুজ্জামান নোমানী

বিএনএ, ঢাকা : ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মুফতি নুরুজ্জামান নোমানীর দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার(২৬ এপ্রিল) রাতে তাকে মিরপুর বাসা থেকে গ্রেফতার করা হয়।

তারপর দিন মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করে পুলিশ।এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।ঘটনায় পল্টন থানায় মামলাটি করা হয়।

বিএনএ নিউজ/শহীদুল/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ