38 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

বিএনএ ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনের শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বাণিজ্য মেলার পুরাতন মাঠে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এর ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট। এর আগে সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এই ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের সরব উপস্থিতি
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের সরব উপস্থিতি

সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছে দলের প্রতীক নৌকার আদলে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল। তৈরি হয়েছে শুভেচ্ছা তোরণ। আট বছর পর এই সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনসমাগম কাকে বলে তা আজ (শনিবার) থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে। দলীয় সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পর সম্মেলনস্থলে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ