29 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৪ হাজার ৮১৩ জনের

বিশ্বে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৪ হাজার ৮১৩ জনের

বিশ্বে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৪ হাজার ৮১৩ জনের

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮১৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট ৩১ লাখ ৬৩ হাজার ২৭ জনের মৃত্যু হলো।একই সময়ে  নতুন করে ৮ লাখ ৭০ হাজার ৯৫২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ কোটি ১ লাখ ৯৭ হাজার ৪৫৫ জনে। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৪৪৬ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছে  করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৮ হাজার ৩২৪ জনের  মৃত্যু হয়েছে ।করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৬২ জন।

মৃত্যুতে দ্বিতীয় এবং আক্রান্তে তৃতীয়  অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে ।করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন ।

মৃত্যুতে তৃতীয় ও আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৫ হাজার ৮৫২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৩ হাজার ৯১৮ জন।

আক্রান্তের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৮৭ হাজার ২৭৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৬৭ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এদিকে, পোল্যান্ডে হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। দেশটিতে নতুন করে ৬৩৬ জনের প্রাণ গেছে।এছাড়া, বুধবার (২৮ এপ্রিল) ইরান-মেক্সিকো-ইউক্রেন ও কলম্বিয়ায় ৪৫০ থেকে ৫০০ এর মতো মৃত্যু হলো ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত  ভাইরাসটি বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ